বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

রাণীশংকৈলে কোরআন শরীফ পুড়ানো অপরাধে বিক্ষোভ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর ঝাড়বাড়ি গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোরআন শরিফ পুড়ানোর অপরাধে ইমাম ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এঘটনায় রাতে থানায় মামলা হয়েছে।

জানা যায়, গোগর ঝাড়বাড়ি গ্রামে আতর আলীর পুত্র ইসমাইল হোসেন (৫৫) গত বুধবার স্ত্রী আকলেমা খাতুনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে স্ত্রী কোরআন পড়তে বসলে ক্ষিপ্ত হয়ে ইসমাইল হোসেন কোরআন শরীফ লাথি মেয়ে আগুনে পুড়িয়ে দেয়। এঘটনায় স্থানীয় লোকজন ও ঠাকুরগাঁও ইমাম ওলামা পরিষদের উদ্যোগে ইসমাইলের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে থানা পুলিশ বিক্ষুদ্ব জনতাকে শান্ত করে বিচারের আশ্বাস দেন ও পুড়িয়ে দেওয়া কোরআন শরীফ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এব্যাপারে গোগর দারুস সুন্নাহ কাওমী মাদ্রাসার অধ্যক্ষ আব্দলু মালেক বাদি হয়ে ২৯৫ ধারায় মামলা করেন যাহার মামলা নং ০৯। এসময় ইমাম ও ওলামা পরিষদের সম্পাদক নুরুজাম্মান বলেন, আসামীকে দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেওয়া না হলে কঠোর আন্দোলন হাতে নেওয়া হবে। এ প্রসঙ্গে সিনিয়র সহকারি পুলিশ সুপার হাসিবুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনা স্থলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করেন। অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com