বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

রাণীশংকৈলে এসিল্যান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি॥

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারি খাসপুকুর পাড়ে অবস্থিত দারুল উলুম কাওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং ভাংচুরের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা।

সোমবার সকালে সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা’র বদলী ও শাস্তির দাবি জানিয়ে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউএনও অফিস ঘেরাও করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা বিক্ষোভকারিদের শান্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

এদিকে, ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গত ৯ ডিসেম্বর মাদ্রাসা ভাংচুরের অভিযোগ তুলে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে তিনি উল্লেখ করেন- ২০১৩ সালে পশ্চিম কালুগাঁও জসাহার খাসপুকুর পাড়ে দারুল উলুম কাওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং স্থাপিত হয়। গত ৮ ডিসেম্বর কোন ধরনের নোটিশ ছাড়াই আকষ্মিক ভাবে সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা’ পুলিশ নিয়ে এসে ভাংচুর করে। এতে ২০ হাজার টাকার ক্ষতিসাধিত হয় বলে ওই অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।

এব্যাপারে সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা বলেন, জসাহার খাসপুকুর নিয়ে আদালতে মামলা চলছে। এক পক্ষ পুকুর দখলের চেষ্টা চালাচ্ছে এবং পুকুর পাড়ে একটি ঘর তুলেছিল। সে ঘরের খুটি ভাঙ্গা হয়েছে। তবে মাদ্রাসার নির্মিত কোন ঘর ভাঙ্গানো হয়নি বলে অভিযোগ মিথ্যা বলে দাবি করেন সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা।

এদিকে, সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা’র বিরুদ্ধে ওই দিন উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের আগেই বদলীর দাবী জানান। উপজেলা চেয়ারম্যান আইনুল হক ও থানা অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান অনিয়ম গুলি ব্যাপারে তদন্ত কমিটি গঠনের দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com