বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় ডিগ্রি কলেজ চত্বর থকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

উপাজেলার মোট ২২ টি বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের যৌথ অংশগ্রহণে র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজে মাঠে গিয়ে শেষ হয়।পরে ওই মাঠেই ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের উপর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মহসিন আলী, বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাবেক সভাপতি মোবারক আলীসহ উপজেলার ২২ টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ। পরে শ্রমিকদের মাঝে দুপুরের খাবার হিসাবে খিচুড়ি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা হযরত আলী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com