বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

রাণীশংকৈলের বনিতা রাণী এখন সফল নারী উদ্যোক্তা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে কলেজ পাড়া এলাকার বনিতা রাণী সরকার পরিবারে দারিদ্রতাকে হার মানিয়ে এখন স্বালম্বী। যেখানে স্বামী সন্তান নিয়ে দুমুঠো ভাত খাওয়ার দুঃশ্চিন্তা ছিল তাদের, সে পরিবারে (বিএমকেএস) কারখানা চালিয়ে এখন তারা স্বাবলম্বী। শুধু ঐ পরিবারই নয় সেই কারখানায় কাজ করে চলে এখন কয়েকটি পরিবার। প্রতিদিন সন্ধায় বনিতা রাণী নিজ পুত্র মিশন সরকারকে সাথে নিয়ে পৌর শহরে বিভিন্ন দোকানে দোকানে ঘুরতে দেখা গেলে বিষয়টি নজরে আসে এ প্রতিবেদকের।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, বনিতা রাণী তার বাসায় চিনি মুক্ত নিমকি, চিড়া ভাজা ও চানাচুর তৈরি করছে, তার সাথে ৮-১০ জন মহিলা সে কারখানায় কাজও করছে। এ প্রসঙ্গে বনিতা রাণী সরকার তার সফলতার কথা উল্লেখ করে বলেন, আমার স্বামী ব্যবসা করতে গিয়ে লোকসান খেয়ে পথে বসেছেন। এনজিওর টাকা পরিশোধ করতে না পারায় মামলার কারনে আমার স্বামী জেলে যায়। সে সময় আমার বড় ছেলে ফনী সরকার সংসার দেখাশোনা করত। কিন্তু ২০১৪ সালে তার মৃত্যুর কারনে সংসার অচল হওয়ার অবস্থা তৈরি হয়। ঠিক তখনই অন্যের কাছে ১৫০ টাকা ধার নিয়ে এ ব্যবসা শুরু করি। ২-৩ বছর ব্যবসাটি চালিয়ে সপ্তাহে এখন ২০-২৫ হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে। বর্তমানে এ কারখানায় স্থানীয় অঞ্জনা বসাক, বুনি বসাক সহ ৮-১০ জন চুক্তিভিক্তিক কাজ করে কাজের মজুরি নিয়ে তাদেরও সংসার চলে। প্রতিদিন চানাচুর, নিমকি, চিড়া তৈরি করে রাতে দোকানে পৌঁছে দিয়ে টাকা নেই। এভাবেই চলে আমার সন্তানের পড়ালেখা ও সংসারের খরচ।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা বলেন, এভাবে সকল নারীদের কর্ম ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বণিতা রাণী যেহেতু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন তাকে প্রতি বছরের ন্যায় আমরা জয়িতা অন্বেষণে তালিকাভুক্ত করবো। তাকে দেখে যেন অন্য নারীরা সমান তালে এগিয়ে যায়। আমাদের দেশে এমন নারী উদ্যোক্তা যত তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ তৈরি ততই সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com