মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি॥
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে দলীয় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুসহ ৪ নেতার প্রতিকৃর্তিতে পুস্পমাল্য অপর্ন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।