মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

রাজবাড়ীতে কালিপূজাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ: নিহত এক, আটক ১

রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে শ্বশ্বান কালিপুঁজা করাকে কেন্দ্র করে দুই-পক্ষের সংঘর্ষ আশুতোষ ৪০ নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ওই ইউনিয়নের কাতলাগারী কালিমন্দিরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আশুতোষ লক্ষনদিয়া মাজিবাড়ি গ্রামের মৃত জগেন্দ্রনাথ মালোর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে কালিপূজায় প্রসাদ বিতরণকে কেন্দ্র করে একই এলাকার জগদীশ ও পরেশ মালোর লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে জগদীশের লোকজন পরেশ মালোর পক্ষের আশুতোশ মালোকে লাঠি দিয়ে এলোপাতারি পেটাতে থাকে। এরপর মারাত্বক আহত অবস্থায় আশুতোশকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের বড় ভাই পরিতোষ জানান, রাত সাড়ে ১০টার দিকে কালীপূজাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশি জগোমালো সহ ১০/১২ জন মিলে আমার ছোট ভাইকে পিটিয়ে হত্যা করে।

রাজবাড়ী সদর থানার ওসি মোঃ তারিক কামাল জানান, কালীপূজাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় আশুতোষ নামে একজন নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী মুক্তি ভালো বাদী হয়ে ৯জনকে আসামী করে একটি হত্যা মামলা করেছে। এ ঘটনায় সুকুমার নামে একজন এজাহার ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com