বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
মানিকগঞ্জ প্রতিনিধি:: মানিকগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় লেগুনার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে যাত্রীবাহী লেগুনাটিকে একটি অজ্ঞাত ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি পাশের খাদে পড়ে যায়। লেগুনায় মোট ছয় জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ৩০ মিনিট বন্ধ থাকে। উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।