রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলায় রোববার (৬ জুন) বিকেলে বজ্রপাতে চার জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঘিওর উপজেলার বৈলট গ্রামের মুক্তার হোসেনের ছেলে শাহীন (১৮), ঠাকুরকান্দি গ্রামের আরশেদ বিশ্বাসের ছেলে জুলহাস উদ্দিন জুলু (৪০), লতিফ খানের ছেলে ইবাদুল খান (৩২) ও দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের চরকাটারি গ্রামের আব্দুল বাতেনের ছেলে গোলাম মোস্তফা (৪০)।
বাঁচামারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রমজান আলী বলেন, গোলাম মোস্তফা পেশায় মহিষের গাড়ি চালক। বিকেলের দিকে চরকাটরারি চরে বাদামের ট্রিপ আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, বিকেলের দিকে বাড়ির অন্য সদস্যদের সঙ্গে শাহীন জমিতে ধান আনতে যায়। এ সময় বজ্রপাতে সে নিহত হয়। শাহীন মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের ছাত্র।
অন্যদিকে ঠাকুরকান্দি এলাকায় ইবাদুল ও জুলু রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে রাত ৯টার দিকে কৃষি জমিতে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।