রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

মাদারীপুরে ১৪ তাবলীগ মুসুল্লির টাকা ও মোবাইল লুট

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনির চড়ঠেংঙ্গামারা মসজিদে সিলেট ও মৌলভী বাজার থেকে দীনি কাজে আসা ১৪জন তাবলীগ মুসুল্লিদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও ঘড়ি লুট করেছে দূর্বৃত্তরা।

সোমবার রাতে খাবারের সাথে চেতনানাশক খিলিয়ে অজ্ঞান করে সর্বোস্ব নিয়ে যায় তারা। অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থান ও হাসপাতাল পরিদর্শন করেছে।

অসুস্থরা হলেন- মুতাহের আলী, আঃ রহিম মিয়া, হামিদুর রহমান, আছির আলী, তাহের আলী, আঃ ওয়াহিদ, মহিন মিয়াসহ ১৪জন।

মুসুল্লিরা জানান, ইসলাম প্রচার ও দীনি কাজ করার জন্য সিলেট ও মৌলভী বাজার জেলা থেকে কালকিনির চড়ঠেংঙ্গামারা মসজিদে অবস্থান করেন তারা। সোমবার রাতে তাদের সাথে অচেনা দু’জন আলাপ আলোচনা করে পরিচিত হন। মুসুল্লিরা নামাজে গেলে তারা নামাজ না পড়ে বাহিরে চলে যান। মুসুল্লিরা রাতে দোয়া ও আলোচনা শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে নামাজিরা নামাজের জন্য ডাকাডাকি করে তাদের সাড়া না পেয়ে কাছে দিয়ে তাদের অজ্ঞান অবস্থায় দেখতে পান। নামাজিরা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কালকিনি থানা পুলিশ ঘটনাস্থান ও হাসপাতাল পরিদর্শন করেছেন। অতি দ্রুত দোষিদের আইনের আওতায় আনার চেষ্ঠা করা হচ্ছে।

ধারনা করা হচ্ছে রাতে নামাজের সময় দূর্বৃত্তরা খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। অজ্ঞান অবস্থায় তাদের কাছ থেকে নগদ ৮৮ হাজার টাকা ১১টি মোবাইল, ঘড়িসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

কালকিনি স্বাস্থ্য কমপেলেক্স এর চিকিৎসক ডাঃ অভিজিৎ কুমার জানান, আমরা তাদের সিকিৎসা দিয়েছি। তাদের অবস্থা এখন ভালো।

কালকিনি থানা অফিসার ইনর্চাজ (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল জানান, আমরা দোষিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্ঠা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com