রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে শ্বশুর, সু-মন্দি, স্ত্রী মিলে বড় ভাইকে গলাকেটে হত্যার চেষ্ঠা করে আপন ছোট ভাই। এ ঘটনায় মামলা হলে একজনকে আটক করে পুলিশ।
আজ বুধবার সকালে ঘটনাটি ঘটে।পুলিশ ও স্বজনরা জানান, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঘুঙ্গিয়াকুল গ্রমের মোঃ আবুল কাসেম মোল্লার দুই ছেলের মাঝে বাড়ির পাশের সরকারী জমি ও বাড়ির বিল্ডিং ঘর ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে আজ সকালে ছোট ছেলে মোঃ মামুন মোল্লা তার শ্বশুর সরোয়ার ঘরামী, সু-মুন্দি মুছা ঘরামি ও স্ত্রী আখি বেগম মিলে ধারালো ছুড়ি দিয়ে মোঃ জাকির মোল্লার গলাকেটে হত্যার চেষ্ঠা করে। জাকিরের স্ত্রী লাকি বেগম স্বামিকে বাঁচাতে এলে পিছন দিক দিয়ে তার পিঠে চাকু ডুকিয়ে তাকেও হত্যার চেষ্ঠা করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায় এবং আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জাকির মোল্লার বাবা আবুল কাসেম মোল্লা ডাসার থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মামুন মোল্লার শ্বশুর সরোয়ার ঘরামীকে আটক করে। সরোয়ার ঘরামি দক্ষিন গোপালপুর গ্রামের মৃত মোবারক ঘরামির ছেলে।
মামলার বাদী আবুল কাসেম ও তার স্ত্রী রোকেয়া বেগম বলেন, আমার দুই ছেলের সাথে বাড়ির পাশে সরকারী জমি ও বিল্ডিং ঘর ভাগাভাগী নিয়ে অনেক দিন যাবত বিরোধ চলে আসছে। আমার ছোট ছেলে, ছেলের বউ আখি বেগম সকালে ফোন করে তার বাবা ও ভাইকে ডেকে এনে আমার বড় ছেলে জাকির ও ছেলের বউ লাকিকে ছুরি দিয়ে জবাই ও কুপিয়ে হত্যার চেষ্ঠা করে। ন্যায় বিচার পাওয়ার জন্য ছেলে ও ছেলের শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দিয়েছি।
মামলার দায়িত্ব প্রাপ্ত ডাসার থানার এসআই হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ছেলের বাবা ডাসার থানায় মামলা করলে সরোয়ার ঘরামী নামের এক আসামিকে গ্রেফতার করি।