শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

মাদারীপুরে মুনীর চৌধুরী দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মুনীর চৌধুরী নির্বাচিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা নির্বাচন অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. রহিমা খাতুনের কাছে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

মাদারীপুর জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল ১৫ সেপ্টেম্বর। পরে মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হয় ১৮ সেপ্টেম্বর। পরে বাছাইয়ের বিরুদ্ধে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর চলে আপিল দায়েরের। এছাড়া আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২৫ সেপ্টেম্বর। পরে ২৬ সেপ্টেম্বর হয় প্রতীক বরাদ্দ। আর ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্ব-স্ব উপজেলা চত্বরে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবার কথা রয়েছে। এ নির্বাচনে জেলা পরিষদ চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বি না থাকায় নৌকার প্রার্থী মুনীর চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারীভাবে জেলা পরিষদ চেয়ারম্যান ঘোষনা করে জেলা নির্বাচন অফিস। এই নির্বাচনে ভোটার হিসেবে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোটার হিসেবে ভোট দিবেন। নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে।

এছাড়া এর আগে উপ-নির্বাচনে বিনাপ্রতিদন্দ্বীয় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া মাদারীপুর সদর উপজেলায় সাধারণ সদস্য পদে তিনজন প্রার্থী আবেদন করলে তালা প্রতিকের আবু বকর সিদ্দিক ও উটপাখি প্রতিকে মহিউদ্দিন খানের প্রার্থীতা বহাল থাকে। অপরদিকে এই তালিকায় বাদ পড়েন মো. শাহীন হাওলাদার। কালকিনি উপজেলায় সাধারণ সদস্য পদে ৪ জন প্রার্থী থাকলেও দুইজনের প্রার্থীতা বহাল থাকে। তারা হলেন অটোরিক্সা প্রতিকের আবদুল্লাহ আল মামুন ও তালা প্রতিকের রফিকুল ইসলাম এবং প্রার্থীতা প্রত্যাহার ও বাতিল হয় দুইজনের। তারা হলেন, রফিকুল ইসলাম ও মো. জাফর খাঁ।ডাসার উপজেলায় সাধারণ সদস্য পদে আবেদন করা সবার প্রার্থীতা বহাল থাকে। হাতি প্রতিকের মীর মামুন অর রশীদ,টিউবওয়েল প্রতিকের আবুল কাশেম হাওলাদার, তালা প্রতিকের সৈয়দ বেলায়েত হোসেন, উটপাখি প্রতিকের খায়রুল ইসলাম মহসিন। রাজৈরের ৪জন প্রার্থী থাকলেও অটোরিক্সা প্রতিকের নাজমুল হোসেন বাসু ও তালা প্রতিকের মো.সিদ্দিকুর রহমানের প্রার্থীতা বৈধ থাকে।

অপরদিকে নানা কারনে সিদ্দিকুর রহমান ও নিজাম উদ্দিনের প্রার্থীতা বাতিল হয়।এছাড়া শিবচর উপজেলায় সাধারণ সদস্য পদে বিনাপ্রতিদন্দ্বীতায় মো. ইলিয়াস হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হন। অপরদিকে সংরক্ষিত নারী আসনে সদর, কালকিনি ও ডাসার উপজেলার প্রার্থী হিসেবে ৬ প্রতিদ্বদ্বীতার জন্য আবেদন করলে বাদ পড়েন পারভীন জাহান। এছাড়া বাকি ৫ জন হলেন, হরিন প্রতিকের কাজী নাসরিন, ফুটবল প্রতিকের চায়না খানম, বই প্রতিকের মোসা. রোকসানা পারভীন,টেবিল ঘড়ি প্রতিকের সেহেলা ইয়াসমিন, দোয়াত কলম প্রতিকের হেনা খানম।

শিবচর ও রাজৈর উপজেলার প্রার্থী হিসেবে দুইজন প্রার্থী মনোনয়নপত্র রির্টানিং কর্মকর্তার কাছে জমা দেন। তারা হলেন- ফুটবল প্রতিকের আয়শা সিদ্দিকা ও হরিণ প্রতিকের মোসা. সেলিনা বেগম।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীয়তায় মুনীর চৌধুরী ও শিবচর উপজেলা সাধারণ সদস্য পদে ইলিয়াস হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি প্রার্থীদের প্রতিকে বরাদ্দ দিয়ে বিধি মোতাবেক নির্বাচনী প্রচারনা চালাতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com