শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বীর মুক্তিযোদ্ধার মাঝে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব স্বাক্ষরিত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৩০ জুলাই) দুপুরে কালকিনি উপজেলা কার্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রচারনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।

মন্ত্রনালয় থেকে প্রদান কৃত ৬৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হচ্ছে। পর্যায় ক্রমে সম্মিলিত তালিকা ভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে শুধু মাত্র জীবিত বীর মুক্তিযোদ্ধারা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন। মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল সনদ পত্র।

এ সময় অনন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদার, কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ জলিল আকন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃমালেক হাওলাদার, পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ এসকান্দার আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক, বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লাসহ অন্যান্যরা। বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা বলেন, আমরা এমন ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করছি। এমন সম্মান প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com