রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের শিবচরে বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের নিজবাড়ি থেকে রিফাত মাহবুবকে (২৮) আটক করে পুলিশ। রিফাত ওই গ্রামের আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শিবচর থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন এর নেতৃত্বে গজারিয়া গ্রামের আব্দুর রাজ্জাক শিকদারের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রাজ্জাকের ছেলে রিফাত পালনোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ। পরে তার দেয়া স্বীকরোক্তি অনুযায়ী তল্লাশি করে বিছানার নিচ থেকে শপিং ব্যাগে থাকা একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, তার বিরুদ্ধে শিবচর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।