শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, দেবর আটক

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে আছমা আক্তার নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দেবর নাজমুল সরদারকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজন ও থানা সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে বরিশালের খাঞ্জাপুর ইউনিয়নের হালিম সরদার নামের ডেকরেটর ব্যবসায়ীর সাথে বিয়ে হয় তার। এর পর হালিম সরদার উন্নত জীবনের আসায় সৌদি আরব প্রবাস জীবন কাটান। এ সময় খাঞ্জাপুর ইউনিয়নের একই বাড়ির এসকেন সরদার এর ছেলে নাজমুল সরদার নামের চাচাতো দেবরের সাথে এক রকম ভালবাসার সম্পর্ক তৈরী হয়। এর মধ্যে গৃহবধু আছমা আক্তার এর সৌদি প্রবাসী স্বামী কয়েকদিন আগে ছুটিতে দেশে এসে মাস কয়েক বাড়িতে থেকে ১২দিন আগে আবার সৌদি চলে জান। এর পর নাজমুল সরদার এর সাথে কথা চলতে থাকে। আজ দুপুরে ভিডিও কলে কথা কাটাকাটি হয়। কথিত প্রেমিক নাজমুল খাঞ্জাপুর ইউনিয়ন থেকে গোপালপুর গ্রামের ভাড়া বাড়িতে গৃহবধু আছমা আক্তার আত্মহত্যা করেছে বলে তার দেহ ঘর থেকে বেড় করে। স্থানীয়রা কালকিনি সরকারী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মুত ঘোষনা করে। এ খবরে গৃহবধু নাজমুলকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ নাজমূলকে আটক করে। মৃতের মরদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে।

নিহতের বাবা নাসিম সরদার জানান, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি থানায় মামলা করবো।

কালকিনি স্বাস্থ্য কমপেলেক্স এর মেডিকেল অফিসার ডাঃ শেখর কুমার দেবনাথ বলেন, আমাদের কাছে নিয়ে আসলে আমরা তাকে মৃত অবস্থায় পাই এবং লাশের গলায় দাগের আলামত আছে।

কালকিনি থানা অফিসার ইচার্জ(ওসি) শামিম হাসান জানান, খবর পেয়ে পলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের ঘাড়ে দাগ চিহ্ন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com