রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন ও ঈদুল আজহাকে সামনে রেখে ভুর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আজ সোমবার (৫ জুলাই) সকাল থেকে নিন্ম আয়ের মানুষের সুবিধার্থে ট্রাকে করে জেলায় পণ্য বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি।
অফিস সুত্রে জানা যায়, মাদারীপুরে আজ সকাল থেকে জেলার, মাদারীপুর সদর,রাজৈর,কালকিনি ও শিবচড় উপজেলায় ৪৫ জন ডিলার ট্রাকে করে প্রতিদিন সয়াবিন তৈল, চিনি ও মসুর ডাল বিক্রি করবেন। এতে বোতলজাত প্রতি লিটার তৈল ১শ’ টাকা, চিনি ও মশুর ডাল পঞ্চান্ন টাকা দরে বিক্রি করছেন। প্রতিদিন ১’হাজর লিটার সয়াবিন তৈল, ৪শ’কেজি চিনি ও মশুর ডাল বিক্রি করার কথা রয়েছে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তৈল, চার কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন। জেলায় ৪৫ জন ডিলারের মাধ্যমে পন্য বিক্রি চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত বলে জানান, মোঃ কামাল হোসেন, অফিস প্রধান, টিসিবি, মাদারীপুর, অফিস।