শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁ) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব কার্যালয়ে ৬ জুন যায়যায়দিন পত্রিকার ১৩ বছর পদাপর্ণ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল বলেন, যায়যায়দিন পত্রিকায় স্থানীয় ছোট ছোট সমস্যা গুলো যেন উঠে আসে এবং সাংবাদিকদের সুনাম যেন কেউ ক্ষুন্ন করতে না পারে সে দিকে সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন মাদক-বাল্য বিবাহ ও নারী ক্ষমতায়নে সাংবাদিকদের বেশি গুরুত্ব দেওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নূরুল হক, সাবেক সম্পাদক বিপ্লব, সেতাউর রহমান, পত্রিকার পাঠক মাসউদ আলম বাবু, যায়যায়দিন প্রতিনিধি জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন- প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব যুগ্ন সম্পাদক এ কে আজাদ, আনোয়ার হোসেন জীবন, আনোয়ার হোসেন আকাশ, বিজয় রায়, খুরশিদ আলম শাওন, শিরিন সুলতানা, প্রমূখ।