রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখারী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদী গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহি শুকুর মামুদ এন্ড স্কুলের দুদিন ব্যাপি বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ মাঠে গভর্নিং বডির সভাপতি ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মৃধার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খাদিজা সুলতানার উপস্থাপনায় বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু। শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক হাজী এস এম জালাল উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধা, রায়পুর বকশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবিরুল আলম, জাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, ডাক্তার আঃ মালেক মৃধাসহ প্রমুখ।