শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় বোচাগঞ্জ বিদ্যুৎ মিস্ত্রী কল্যাণ সংঘের উপজেলা রোডস্থ্য অফিস কার্যালয়ে সংগঠনের সাবেক সভাপতি মোঃ সাব্বির হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা করা হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ রাইহানুর রহমান (বাবু) কে সভাপতি ও ভোটের মাধ্যমে মোঃ মসলিম উদ্দীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে বোচাগঞ্জ বিদ্যুৎ মিস্ত্রী কল্যাণ সংঘের সদস্যরা। সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম (ফুল), সাংগঠনিক সম্পাদক মোঃ রকিবুজ্জামান (বাবুল) ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোঃ ওবায়দুর রহমান। আগামী ২ বছর সংগঠনের সকল কার্যক্রম উপরোক্ত কমিটি দ্বারা পরিচালিত হবে।