শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপি’র অফিস কার্যালয় প্রাঙ্গনে সিডিপির ১৩১১ জন স্পন্সর শিশুদের নিয়ে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বোচাগঞ্জ সিডিপি’র প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ১নং- নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহান, ২নং-ইশানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল রায় বুল, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নাজিম উদ্দীন প্রমুখ।
এসময় বোচাগঞ্জ সিডিপির এ্যাসিস্টেন্ট ম্যানেজার (প্রোগ্রাম) মোঃ কালাম উদ্দীন, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মীর মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলমসহ বোচাগঞ্জ সিডিপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।