শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদক বিরোধী অভিযান নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। এমন একটা সময়কে বেছে নেয়া হয়েছে। যে সময় সামনে নির্বাচন। এ সময় যুদ্ধ ঘোষনা করা হয়েছে এমন অবস্থা চলছে। শুধু মাত্র বিরোধী দলকে দমন করতেই সরকার আইনশৃংখলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। মাদক বিরোধী অভিযান নিয়ে যে যুক্তি তুলে ধরা হয়েছে তা বিবেচিত নয়।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
এসময় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।