বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও থেকে॥
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বাবার ট্রলির চাকায় চাপা পড়ে তার নিজ মেয়ে সানজিদা আক্তার নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বিশ্রমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক।
নিহত শিশু সানজিদা আক্তার উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের সহিদুল ইসলামের একমাত্র মেয়ে।
নিহত শিশুর বাবা জানান, সকালে নিজের ট্রলিতে করে মেয়েকে নিয়ে সার নিয়ে মাঠে যায় সে। এসময় একটি বড় আইল পার হতে গিয়ে ঝাঁকি খেয়ে মেয়ে চাকার নিচে পড়ে যায়। পরে ট্রলিটি থামিয়ে মেয়ে বারিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথেই মারা যায় শিশুটি।
ঘটনার সত্যতা নিশ্চিত বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, শিশুটির লাশ ও তার বাবাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।