শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

বান্দরবা‌নে ১ম বা‌রের মতো ইভিএমে ভোট

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবা‌নে প্রথমবা‌রের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থে‌কে ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত শা‌ন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চল‌ছে। কোথাও কোনো অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি।

‌এদিকে, ভোটাররা সকাল থে‌কে লাই‌নে দাঁড়িয়ে ভোট দি‌তে শুরু ক‌রে। প্রতিবা‌রের মতো এবারও পুরু‌ষের তুলনায় নারী ভোটা‌রদের উপ‌স্থি‌তি বে‌শি দেখা গে‌ছে। সকা‌লে প্রার্থীরাও নিজ নিজ কে‌ন্দ্রে গি‌য়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী পাঁচ জন। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। একই পদে বিএনপির ধানের শীষ প্রতীক নি‌য়ে মো. জাবেদ রেজা, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নি‌য়ে মো. শাহাজান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নারিকেল গাছ প্রতীক নি‌য়ে মো. নাছির উদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী বিধান লালা লড়ছেন মোবাইল ফোন প্রতীক নিয়ে।

বান্দরবান পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৭২৯ জন। এর ম‌ধ্যে পুরুষ ১৬ হাজার ৬০৯ এবং নারী ১৩ হাজার ১২০ জন। ১৩ কে‌ন্দ্রে মোট ৮১ বুথে ভোটগ্রহণ চলবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com