শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

বান্দরবান সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: করোনা রোগীদের জরুরি প্রয়োজনে অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য দেশের ৬২টি হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট বসানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য জেলা বান্দরবানের সদর হাসপাতালে স্থাপন করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট। আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) অক্সিজেন প্লান্টটি উদ্বোধন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালে ভর্তিকৃত জটিল রোগীদের সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করার লক্ষ্যে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট বসানোর কার্যক্রম শেষ হয়েছে। বিশেষ করে করোনা আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক অক্সিজেনের সাপোর্ট দিতে হয়। কিন্তু বান্দরবান সদর হাসপাতালে অক্সিজেনের পর্যাপ্ত মজুদ না থাকার পাশাপাশি বিভিন্ন সমস্যার কারণে বেশিরভাগ সময়ই করোনা রোগী ও জটিল রোগীদের চট্টগ্রাম বা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এবার বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে ৩ কোটি ২৫ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে বসানো হয়েছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট। আর এ প্লান্ট থেকে পাইপের মাধ্যমে পুরো হাসপাতালের ১শ’ শয্যায় অক্সিজেন সরবরাহ করার মাধ্যমে রোগীদের সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কাজটি বাস্তবায়ন করছে এসপেকটা লিমিটেড। আর এ সেন্টাল অক্সিজেন প্লান্টটি স্থাপন কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারকি করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবান।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের সহকারী প্রকৌশলী মো. মোরশেদুল আলম এ অক্সিজেন প্লান্টটি চালু হলে বান্দরবানের রোগীরা আর অক্সিজেনের অভাবে কষ্ট পাবে না। এতে হাজার লিটার অক্সিজেন থাকবে এবং ১শ’ শয্যা বিশিষ্ট বান্দরবান সদর হাসপাতালের সব বেডের রোগীরা অক্সিজেন সেবা পাবে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, এর আগে বান্দরবান সদর হাসপাতালে আগত অনেক করোনা রোগী পর্যাপ্ত অক্সিজেনের অভাবে কষ্ট পেয়েছে এবং অনেক রোগীকে আমরা চট্টগ্রামে জরুরিভাবে পাঠিয়েছি। তবে এবার এ সেন্ট্রাল অক্সিজেন প্লান্টটি চালু হলে রোগীদের প্রয়োজন মতো অক্সিজেন সেবা দেওয়া যাবে। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন ও অব্যাহত রাখতে এ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান সদর হাসপাতালে প্রথম এ সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করা হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com