বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

বান্দরবান শহরের মধ্যম পাড়ায় অগ্নিকান্ডে পুড়ে গেছে প্রায় শতাধিক কাঁচা পাকা বসতঘর

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: উপজাতি অধ্যুষিত মধ্যমপাড়ায় সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় এই অগ্নিকান্ড ঘটে।

আগুন লাগার খবরে স্থানীয় দমকল বাহিনী, সেনাবাহিনীর সদস্যরাসহ স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে আগুনে পুড়ে যায় শতাধিক বাড়িঘর।

স্থানীয়রা জানায়, একটি বসতঘরের রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।

তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি বলে জানায় দমকল বাহিনী।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌর মেয়র ইসলাম বেবীসহ প্রশাসনের কর্মকর্তারা। অগ্নিকান্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছে জনপ্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com