শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
করোনা সংক্রমণ রোধে বান্দরবান পৌরসভা, সদর ও রুমা দুটি উপজেলা রেড জোন ঘোষণা করে লকডাউন কার্যকর শুরু হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুর ১২ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
প্রশাসন জানায়, মহামারি করোনা সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে পার্বত্য জেলা বান্দরবানে। আক্রান্ত রোগীর সংখ্যাটা প্রতিদিনই আশঙ্কা জনক হারে বাড়ছে। বুধবার (১০ জুন) পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৭১ জন। করোনা আক্রান্ত হয়ে বান্দরবান জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। শনাক্তদের মধ্যে সদরে ৩৮ জন এবং রুমায় ৫ জন। রেড জোনের মধ্যে লকডাউনে শুধুমাত্র জরুরী ওষুধের দোকান খোলা থাকবে এবং পণ্যবাহী গাড়ী চলাচল করতে পারবে। কোনো ধরণের গনপরিবহন চলাচল করতে পারবেনা। রেড জোনে কেউ ঢুকতে এবং বের হতে পারবেনা।
এছাড়া সপ্তাহে ২দিন রোববার ও বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকবে ১০টা থেকে ২টা পর্যন্ত। লকডাউন চলাকালে ঘোষণা বাস্তবায়নে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম জানান, বান্দরবান পৌরসভা, সদর এবং রুমা উপজেলা রেড জোন ঘোষণা করে গনবিজ্ঞপ্তি জারী করে লকডাউন করা হয়েছে। লকডাউন চলাকালে ওষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। সবধরনের গনপরিবহন বন্ধ থাকবে, শুধু পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে। রেড জোনে কেউই প্রবেশ এবং জোন থেকে বের হতে পারবেনা।