শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পূর্ণগঠন হয়েছে। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আবারো দায়িত্ব পেয়েছে বর্তমান চেয়ারম্যান ক্যশৈহ্লা।
গত বৃহস্পতিবার ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সজল কান্তি বণিক এর স্বাক্ষরিত এক পত্রে এই নিয়োগ চুড়ান্ত হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১৪ সদস্যের মধ্যে নিয়োগ পেয়েছে বান্দরবান জেলা সদরের ক্যসাপ্রু, থানচি উপজেলার বাশৈচিং মার্মা, আলীকদম উপজেলার দুংড়ি মং মার্মা, রোয়াংছড়ি উপজেলা থেকে কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদর উপজেলা থেকে সিং ইয়ং ম্রো জেলা শহর থেকে সত্যহা পানজি ত্রিপুরা, নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ক্যানে ওয়ান চাক, রুমা উপজেলা থেকে জুয়েল বম, পৌর এলাকা থেকে লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা থেকে শেখ মাহাবুবর রহমান, রোয়াংছড়ি উপজেলা থেকে সিংঅং খুমী, পৌর এলাকা থেকে তিংতিং ম্যা ও লামা উপজেলা থেকে ফাতেমা পারুল।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে সরকার নির্বাচনের মাধ্যমে তিন পার্বত্য জেলা পরিষদ গঠন করে। পরে ১৯৯৬ সালের ৫ আগস্ট জেলা পরিষদগুলো ভেঙে দিয়ে প্রত্যেক পরিষদে ১জন চেয়ারম্যান ও ৪জন সদস্য মনোনয়ন দিয়ে অন্তবর্তীকালীন পরিষদ গঠন করে সরকার।
এরপর আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১৫ সালের ২৫ মার্চ অন্তবর্তীকালীন জেলা পরিষদগুলোর সদস্য সংখ্যা চার থেকে ১৪ জনে উন্নিত করা হয়।