শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
রোহিঙ্গাকে ভোটার তালিকায় অর্ন্তভুক্তি করার কারণে বান্দরবান জেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর নিরুপন কান্তি নাথকে আটক করেছে দুদক।
বুধবার (১১ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত নিরুপন কান্তি নাথ জরুরী ভিত্তিতে কয়েকজন রোহিঙ্গাকে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করেন। এ তথ্যের সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদক (সজেকা) এর চট্টগ্রাম-২ অঞ্চলের উপ পরিচালক জাফর সাদেক সিবলী তিনি বলেন, বান্দরবানের ডাটা এন্ট্রি অপারেটর নিরুপন কান্তি নাথ রোহিঙ্গাকে ভোটার তালিকায় অর্ন্তভুক্তি করার কারণে আজ তাকে আটক করা হয়েছে।