রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবান আ’লীগের শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর)বেলা তিন টায় বান্দরবান শহরস্থ রাজার মাঠ প্রাঙ্গণে অমল কান্তি দাশ সভাপতি বান্দরবান শহর আ’লীগ এর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়, উদ্বোধক জনাব ক্য শৈ হ্লা চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সভাপতি আঃলীগ বান্দরবান পার্বত্য জেলা, বিশেষ অতিথি জনাব মোঃ শফিকুর রহমান সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও সহ সভাপতি আ’লীগ বান্দরবান পার্বত্য জেলা, জনাব মোঃ আব্দুর রহিম চৌধুরী সহ সভাপতি আ’লীগ বান্দরবান পার্বত্য জেলা, আ’লীগ বান্দরবান পার্বত্য জেলা, জনাব লক্ষীপদ দাস সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও যুগ্ন সাধারণ সম্পাদক আ’লীগ বান্দরবান পার্বত্য জেলা, প্রধান বক্তা জনাব মোহাম্মদ ইসলাম বেবী মেয়র বান্দরবান পৌরসভা ও সাঃসম্পাদক আঃলীগ বান্দরবান পার্বত্য জেলা সহ জেলা আ’লীগের সকল অঙ্গ সঙ্গঠনের নেতা-নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে রত্ন গর্ভা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের মাতার আত্মার শান্তি কামনার্থে এক মিঃ নিরবতা পালন করেন। পরে সম্মেলনে বিভিন্ন বক্তারা বক্তব্যে বলেন বর্তমানে সবাই আ’লীগ করতে চায়, সবাই আ’লীগ সমর্থক, পূর্বে যারা জামাত, বিএনপি কিংবা অন্য দল সমর্থক ছিলেন তাদের বেশ কিছু অংশ আ’লীগে ঢুকেছে। তারাই আমাদের প্রানের সংগঠণকে কলুষিত ও দলীয় অভ্যান্তরীন কলহ সৃষ্টি করতে পাঁয়তারা করে যাচ্ছে সুতরাং ঐ কুলাঙ্গারদের খুঁজে বের করে প্রাণের সংগঠনকে রক্ষা এবং দেশমাতৃকা তথা জনগণের সেবাই নিজেকে নিয়োজিত করে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানান।
প্রসঙ্গত, আজকের বান্দরবান আ’লীগ শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে পুরনো কমিঠি ভেঙ্গে পুনরায় সভাপতি ও সাধারন সম্পাদকের পদে অমল কান্তি দাশ ও শামশুল ইসলামকে বহাল রাখেন।