শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

বান্দরবানে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানে জেএসএস (সংস্কার) এর জেলার সভাপতি রতন তঞ্চঙ্গ্যাসহ ৬জনকে গুলি করে হত্যার ঘটনায় বান্দরবান সদর থানায় ২০জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জেএসএস (সংস্কার) এর জেলার সেক্রেটারী উবামং মারমা বাদী হয়ে এ হত্যা মামলাটি করেন।

মামলায় ১০জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০ জনের নাম দেয়া হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, ৬জনকে গুলি করে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার বাদী জেএসএস (সংস্কার) এর সেক্রেটারী ক্যাবামং মারমা। মামলায় ১০জনের নাম দেয়া হয়েছে। এছাড়া আরো ১০জনকে অজ্ঞাত করা হয়েছে। মামলার ধারাগুলো হচ্ছে ৩০২, ৩০৭, ৩২৬ ও ৩৪।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার রাজিবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএস সংস্কার এর জেলার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা নিহত হয়।

এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয় বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমা ও মেমানু মারমা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com