শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

বান্দরবানে ৫ কোটি ৭৫ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবান লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লামা এর আওতায় ৫ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যায়ে মোট ১৩টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৩টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৩৭ লক্ষ টাকা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ৬৫ লক্ষ টাকা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অর্থায়নে প্রায় ১ কোটি ৯০ লক্ষ ৪৫ হাজার ৫শত টাকা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লামা এর অর্থায়নে ৮০ লক্ষ টাকা ব্যায়ে ১৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর ও উদ্বোধন করা হয়।

এরপর আজিজনগর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য জেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন।

এসময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন সদস্য মোঃ হারুনুর রশিদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ্দুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস, তিং তিং ম্যা, ফাতেমা পারুল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো: জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু মোহাম্মদ ইয়াছির আরাফাত’সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com