শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:‘নারকীয় ও বর্বরোচিত হত্যাকান্ডে জড়িতদের চরম ঘৃণা জানাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে । এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কমফারেন্স রুমে এক আলোচনা সভা আয়োজন করা হয় । আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । বিশেষ অতিথি ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সতেন্দ্র মজুমদার, এস.এম.জলিল, সামছুল ইসলাম, কবির আহমদ, আলী আকবর ভূঁইয়া, আবুল হোসেনসহ নিহত মুক্তিযোদ্ধাদের পরিবার বৃন্দ প্রমুখ।
আলোচনা সভায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, ‘১৯৭১ সালের এই দিনে ঘুমন্ত বাঙালির উপর পাকিস্তানী হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে নৃশংস হত্যাযজ্ঞ চালায়।’ এই নারকীয় হত্যাকান্ডের সাথে জড়িদের প্রতি তীব্র নিন্দা জানান।