শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

বান্দরবানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বান্দরবানে শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন।

রোববার সকালে পৌরসভা প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বান্দরবান পৌরসভা এর আয়োজন করে।

ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা রোগ প্রতিরোধে টিকা দেওয়া হচ্ছে।

ক্যাম্পেইন উদ্বোধনকালে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ভানু মারমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মাহাজাবীন হকসহ স্বাস্থ্যকর্মী এবং বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, এবারে বান্দরবানে ১ লাখ ১৬ হাজার ৩৪৬ জন শিশুকে এই হাম রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ২৭৬ জন টিকাদানকারী, ১০৫ জন সুপারভাইজার এবং ৪১৪ জন স্বেচ্ছাসেবক ২ হাজার ৫২০টি টিকাদান কেন্দ্রে দেড় মাসব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com