মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান থেকে::
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। পরাধীনতার শৃঙ্খল হতে মুক্তির মহান এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
পায়রা ও বেলুন উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান শুরু করা হয়।
এরপর জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শণ করে বীর শহীদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। সকাল ৮টায় বান্দরবান ষ্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম ও পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার কুচকাওয়াজ প্রদর্শনীতে সালাম গ্রহণ করেন। এ সময় বান্দরবান জেলা সদরের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে। পরে শরীর চর্চা প্রদর্শনী ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবা যত্ন কেন্দ্র সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।