শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

বান্দরবানে সেনা ও জুম্ম লিবারেশন আর্মির গুলি বিনিময়, অস্ত্র-গুলি সরঞ্জাম উদ্ধার

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসীদের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গুলি, ওয়াকি টকি সেট, জলপাই রঙের পোশাক সহ নানা সরঞ্জাম।

আজ বুধবার ভোর ৫ টার দিকে নোয়াপতং পাহাড়ি এলাকার একটি জুম ঘরের আস্তানায় এই অভিযান চালায় সেনাবাহিনী।

সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল আক্তারু সামাদ রাফি জানিয়েছেন, নোয়াপতং পাহাড়ি এলাকায় জুম্ম লিবারেশন আর্মির সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা রাত ১ টার দিকে এই অভিযানে নামে। পরে ভোর পাঁচটার দিকে সন্ত্রাসীরা টের পেলে সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। সেনা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা তাদের সরঞ্জাম রেখে পাহাড়ে গা-ঢাকা দেয়।

উদ্ধারকৃত সরঞ্জাম পরে ওই আস্তানা থেকে সেনাবাহিনীর সদস্যরা একটি ৯ এম এম বিদেশি পিস্তল, এ কে ৪৭ ও পিস্তলের ২টি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ওয়াকি টকি সেট, মোবাইল, নগদ ৩৩ হাজার টাকা, জলপাই রঙের পোশাক, ধারালো অস্ত্র সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com