বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে বীর বাহাদুরের মত বিনিময় সভা

বশির আহমেদ, বান্দরবান থেকে॥

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সমর্থনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে বান্দরবান প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার, কালেরকণ্ঠ ও বিটিভি’র প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সেক্রেটারি ফরিদুল আলম সুমন, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হকসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও নেতাকর্মীরা।

এসময় প্রধান অতিথি বলেন, বান্দরবানে আমি কখনো প্রতিশ্রুতি দিয়ে কোনও কাজ করিনি। সব সময় যা পেরেছি তাই করেছি। কোনও কাজ করার সুযোগ পেলে আমি কখনেও তা হাত ছাড়া করিনি। যখন যেখানে মসজিদ, মন্দির, ক্যায়ং, ব্রিজ, কালবার্ট, রাস্তাঘাট, বিদ্যালয়ের প্রয়োজন দেখা দিয়েছে তখন তা আমি নিজ উদ্যোগেই করেছি। এসময় তিনি আগামীতে বান্দরবানকে সুন্দর করে সাজাতে কি ধরণের উন্নয়ণ করতে হবে তার জন্য সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছেন।

তিনি বলেন, আমি আগামীতে যদি আবারও ক্ষমতায় আসতে পারি তবে অবশ্যই সাংবাদিকদের দেয়া সব পরামর্শ অনুযায়ী কাজ করে যাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com