মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান থেকে::
বান্দরবান জেলায় কর্মরত নবীণ সাংবাদিকদের জন্য সার্বজনীন বিশ্ব মানবাধিকার ও নারী অধিকার বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গতকাল বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর সহায়তায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালা শেষে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞান সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের উপ বার্তা নিয়ন্ত্রক মো. মোকছেদ হোসেন, বিএমএসএফ এর নির্বাহী পরিচালক খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক চৌধুরী আতাউর রহমান এবং বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বক্তব্য দেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫ জন নারীসহ ২৫ জন তরুণ সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন।