শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য ও আ’লীগ নেতা নিহত

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা চাইন ছাহ্লা মারমা (৩৬) নিহত হয়েছে।

সোমবার (১৫জুন) রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের বাকিছড়া এলাকার মাঝের পাড়ায় সন্ত্রাসীরা তাকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় চাইন ছাহ্লা মারমাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতাল করেন। পরে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথে রাত ১১টায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, ইউপি সদস্য চাইন ছাহ্লাকে বাকিছড়া লামার পাড়ার বাসিন্দা মংউসে মারমা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করলে ইউপি সদস্য গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত ইউপি সদস্যকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথে তার মৃত্যু হয়। কারা এঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন থেকে মগ ন্যাশনাল পার্টির আধিপত্য ও জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের আবির্ভাব নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। ইউপি সদস্যের ওপর হামলার ঘটনার রেশ হতে পারে বলে অনেকে মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com