বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব শুরু

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে।

ভগবান শ্রীকৃষের জন্ম উৎসবকে ঘিরে চারদিন ব্যাপী নানা আয়োজন উপলক্ষ্যে শনিবার সকালে স্থানীয় রাজারমাঠে প্রদীপ প্রজ্জলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জন্মাষ্টমী উৎসবের উদ্ভোধন করেন মোহন্ত ঋষিধাম, বাঁশখালী ও তুলসীধাম চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।

এসময় বান্দরবান জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সভাপতি নিখিল কান্তি দাশ, বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের উপদেষ্টা অমল কান্তি দাশ, সুধাংশু চর্ক্রবত্তী, অনিল কান্তি দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন কান্তি দাশ,সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সন্জয়সহ বিভিন্ন মন্দিরের পুরোহিত, সভাপতি সম্পাদকসহ শত শত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উপলক্ষে চলছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনাসভা, আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন।

আগামী ৪ সেপ্টেম্বর মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই জন্মাষ্টমী উৎসব শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com