মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

বান্দরবানে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥

বহুল আলোচনার অবসান ঘটিয়ে সমাপ্ত হলো বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে অংশ নিতে পিছপা হননি বান্দরবান পাহাড়ি জনপদের বাসিন্দা বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটারগণ।

সরজমিনে দেখা যায়, রোববার সকাল ৮টা থেকে পাহাড়ের উঁচু-নিচু পথ পায়ে হেঁটে পাড়ি দেন ভোটকেন্দ্রে।
উদ্দেশ্য নিজের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন। তবে কেন্দ্রে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতি যেন বেশি চোখে পড়ার মতো। বান্দরবান ৩০০নং আসনের ভোট কেন্দ্রের মধ্যে রোয়াংছড়ি ও বান্দরবান সদর ভোটকেন্দ্রের প্রায় সবকটি কেন্দ্র ছিল স্বাভাবিক।

বান্দরবান সদরস্ত কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ধানের শীষের প্রার্থী বাবু সাচিং প্রু জেরীর এক সাক্ষাৎকারে বলেন, আজিজ নগরে ভোট প্রদান ব্যবস্থা ব্যাহত হচ্ছে এছাড়া বান্দরবান সদরে সব সুষ্ঠ ও স্বাভাবিক ভোট গ্রহন চলছে। অভিযোগ প্রেক্ষিতে আজিজ নগর স্থানীয়দের সাথে মুঠোফোনে যোগাযোগ কালে তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি।

বান্দরবান সদরস্ত ভোটকেন্দ্র গুলোর ভোট ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় স্বাভাবিক ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com