শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

বান্দরবানে যুবলীগ নেতা নিহতের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানে শসস্ত্র সন্ত্রাসীর গুলিতে এক যুবলীগ নেতা নিহত প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় এক যুবলীগ নেতাকে শসস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যার করেছে। নিহতের নাম মং চ উ মারমা (৪০)।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। মং চ উ মারমা ওই এলাকার চিং ক্যা উ কারবারী পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ৫-৬ জনের শসস্ত্র সন্ত্রাসীর একটি দল বাঘমারা এলাকায় মং চ উ মারমা কে গুলি করে চলে যায়। মং চ উ মারমা দুই বছর আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) থেকে যুবলীগে যোগ দেন। তিনি জামছড়ি যুবলীগের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

আজ শনিবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার উদ্যোগে মংচ মারমা হত্যার প্রতিবাদে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলার সভাপতি কাজী মুজিবুর রহমান!

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নাছিরুল আলম। প্রতিবাদ সমাবেশে কাজী মোঃ মজিবুর রহমান বলেন অবিলম্বে জনসংহতি সমিতি ও ইউপিডিএফ কে নিষিদ্ধ করে পার্বত্য এলাকায় আরও সেনাবাহিনী পুলিশ বিজিবি ক্যাম্প বৃদ্ধি করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com