শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩৫ লক্ষ টাকার বরাদ্দে ১টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের তত্ত্বাধানে উন্নয়ন কাজটি হলো ৩৫ লক্ষ টাকা ব্যায়ে বান্দরবান সদর উপজেলার আমতলী পাড়া জামে মসজিদ নির্মাণ উদ্বোধন করা হয়েছে।
এসময় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোবাশ্বের হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত’সহ প্রমুখ।