শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

বান্দরবানে বৌদ্ধদের বৈশাখি পূর্ণিমা উদযাপিত

বান্দরবান প্রতিনিধি: বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব বৈশাখি পূর্ণিমা দেশের অন্যান্য অঞ্চলের মতো বান্দরবানেও ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা আজ রবিবার তাদের ঐতিহ্যবাহী প্রধান ধর্মীয় উৎসব বৈশাখি পূর্ণিমা উদযাপন করছে।
এ উপলক্ষে আজ রবিবার সকাল ৯ঘটিকায় ১৭তম বোমাংগ্রী রাজবাড়ী মাঠ হতে একটি মাঙ্গলিক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানি বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। পরে বিহারের ধর্মশালায় ধর্মীয় সূত্র পিটকসহ পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ শেষে বোধিবৃক্ষে চন্দন জল সিঞ্চনের মধ্য দিয়ে ধর্মীয় পর্ব শেষ হয়।
মাঙ্গলিক শোভাযাত্রায় ১৭তম বোমাং রাজপরিবার সহ বিভিন্ন বয়সের দায়ক-দায়িকাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধীজ্ঞান লাভ ও মহা পরিনির্বাণ এই ত্রিস্মৃতি বিজরিত বৈশাখি পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের শ্রেষ্ঠতম প্রধান ধর্মীয় উৎসব। দেশের সব বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখি পূর্ণিমা নামে পরিচিত।
বৌদ্ধ ধর্মমতে, আজ থেকে ২হাজার ৫৫৭ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আর্বিভূূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখি পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর বৈশাখি পূর্ণিমা) অপর নাম দেয়া হয় বুদ্ধ পূর্ণিমা।
বৈশাখি পূর্ণিমাকে কেন্দ্র করে বান্দরবানের প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তার জন্য প্রশাসনের কড়া নজরদারি বাড়ানো হয়েছে ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com