মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

বান্দরবানে বোমা বিস্ফোরনে সেনা সদস্য নিহত, আহত ১১

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানের সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণে জাহেদুল ইসলাম (২৮) নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। নিহত সেনা সদস্য জাহেদুল এর বাড়ি জেলার লামা উপজেলার ফাসিঁয়াখালী ইউনিয়নে হায়দার নাসী এলাকায়। ঘটনায় খবর শুনে তার লামার ফাঁসিয়াখালীর বাড়িতে কান্নার রোল পরেছে। সেল বিস্ফোরণের সময় আহত হয়েছেন সেনা সদস্যসহ আরো ১১ জন।

জানা গেছে, ঘটনা জানার পর থেকে জাহেদুলের পরিবারে নেমে আসে শোকের ছায়া। ৬ ভাই ও দুই বোনের মধ্যে জাহেদুল একজন। জাহেদুলের বৃদ্ধ কৃষক পিতা ইউছুফ জালাল ঘটনা শুনার পর থেকে কান্নায় ভেঙ্গে পড়েন। পরিবারের লোকজন পুত্রের লাশের অপেক্ষায় রয়েছে। ঘটনার পর থেকে এলাকার লোকজন তাদের বাড়িতে গিয়ে সান্তনা দিতে দেখা যায়। এই ব্যাপারে জাহেদের ছোট ভাই মিজবা উদ্দিন মুঠোফোনে বলেন, ঘটনার পর সেনা সদস্যদের একজন ফোন করে আমাদের ভাই আহত হয়েছে বলে দোয়া করতে বলেন, এরপর আর কোন খবর পায়নি আমরা।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। আাজ শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করছিলেন। এ সময় হঠাৎ ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আহতদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে জাহেদুল মারা যান। আহতরা হলেন, সৈনিক হাসান, তারেকুল, আসাদ, নিপুন চাকমা, রাজু, মোস্তাফিজ ও আরিফ, অন্যদের নাম জানা সম্ভব হয়নি। ঘটনার পর সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত কয়েকবছর আগেও আমতলী এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে পরিত্যাক্ত সেল ও বোমা বিস্ফোরনে নিহত ও আহত হবার ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com