বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

বান্দরবানে বোমাং রাজার সনদ বাতিলের দাবীতে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবানে বোমাং সার্কেল চীফ মার্মা সম্প্রদায়ের রাজা কর্তৃক প্রদত্ত সনদপত্র বাতিল ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের আদিবাসী স্বীকৃতি আদায়ের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালী ছাত্র পরিষদের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন.পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের আহবায়ক মো: মিজানুর রহমান সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পাবত্য নাগরিক পরিষদের আহবায়ক মো: আতিকুর রহমান, বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি কামরান ফারুক ও এইচ এম সম্রাট পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম জুয়েল ও মামুন রেজা প্রমুখ্য।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বোমাং রাজা বিভিন্নভাবে বাঙ্গালীদের হয়রানী করছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, চাকুরী, জমি ক্রয়ের ক্ষেত্রে বোমাং রাজার সনদপত্র বাধ্যতামুলক করা হলেও সনদপত্র সংগ্রহ করতে বাঙ্গালীদের অতিরিক্ত টাকা প্রদান করতে হচ্ছে এবং নানাভাবে হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ।

এসময় বক্তারা আরো বলেন, বান্দরবানে বর্তমানে বোমাং রাজার কারণে হেডম্যানরা জমির প্রতিবেদন প্রদানের নামে জমি বিক্রয় থেকে ৫% টাকা আদায় করছে এবং টাকা না দিলে হেডম্যান প্রতিবেদন প্রদান করছে না।তারা আরো বলেন একই দেশে দুইটি আইন হতে পারে না। বাংলাদেশের কোথাও স্থায়ী বাসিন্দার জন্য রাজার সনদ নিতে হয় না শুধুমাত্র পার্বত্য এলাকায় এ আইন বৈষম্যমূলক। তাই সংবিধান পরিপন্থী এ প্রথা বাতিলের দাবী জানান তারা। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়, পরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে অংশ নেয়া সকলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com