মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

বান্দরবানে বিপুল ভোটের ব্যবধানে নৌকার জয়

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥

বান্দরবানে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নৌকা প্রতীক নিয়ে ৬ষ্ঠবারের মত বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

কেন্দ্র এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, জেলার ১৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী পেয়েছেন ৫৮ হাজার ৭১০ ভোট।

বেসরকারী ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং ৮৮ হাজার ২৯২ ভোটে ৬ষ্ঠবারের মত নির্বাচিত হয়েছেন। ৭টি উপজেলা ২টি পৌরসভা ও ৩৩টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ২৪৬৮৭৩।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com