মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

বান্দরবানে বিএনপি’র গণসংযোগ

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥

একাদশ জাতীয সংসদ নির্বাচন ২০১৮ইং উপলক্ষে বান্দরবান ৩০০নং আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী বাবু সাচিংপ্রু জেরী কে নির্বাচনে জয়ী করার লক্ষ্যে মঙ্গলবার বিকাল ৪টায় বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি মিসেস মা ম্যা সিং ও সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজার পরিচালনায ধানের শীষ শ্লোগানে বিশেষ মিছিল বান্দরবান জেলা জজ কোর্টের সামনে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বান্দরবান বাজার এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ করেন। এতে বিভিন্ন স্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি সভানেত্রী মিসেস মা ম্যা সিং, সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি চনু মং রুমা উপজেলা বিএনপি’র সভাপতি জসিম উদ্দীন, প্রমুখ ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা নেত্রী কর্মী বৃন্দ।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সভানেত্রী মা ম্যা সিং ও বাবু সাচিংপ্রু জেরীর মধ্যে দলীয় ক্ষমতায়ন নিয়ে দ্বন্দ্ব থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের নির্দেশে দলের স্বার্থে সবাই একত্রিত হয়ে বাবু সাচিং প্রু জেরীকে নির্বাচনে জয়ী করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com