মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

বান্দরবানে বছরের প্রথম দিনে নতুন বই পেল শিক্ষার্থীরা

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥

সারা দেশের মত পাবর্ত্য জেলা বান্দরবানেও বছরের প্রথম দিন নতুন বই বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্থানীয় রাজার মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় বান্দরবান সদর উপজেলার ১০৮ প্রতিষ্ঠানের ১৪০২৮ জন শিক্ষার্থীর মাঝে ৬৫৩৪৯টি নতুন পাঠ্য বই বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝেও মাতৃভাষার পাঠ্য বই বিতরন করা হয়। জেলার ৭টি উপজেলার চাকমা মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রাক প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ৯৭২০টি মাতৃভাষার বই বিতরন করা হয়। এর মধ্যে মারমা শিশুদের ৭৩৫০ টি চাকমা শিশুদের ৬৯২টি এবং ত্রিপুরা শিশুদের ১৬৭৮ টি মাতৃভাষার পাঠ্যবই বিতরন করা হয়। এছাড়া জেলার ৭টি উপজেলায় ৭৩০টি বিতরনযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে ৯০৯৬৮ জন শিক্ষার্থীর মাঝে ৩৩৪৫২৮টি বই বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com