রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক মুক্তিযোদ্ধার সাথে প্রশ্ন উত্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম.এ হাকিম চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সম্পদ বড়ুয়া, মো: আমিনুর রহমান প্রামানিক, মো: আব্দুর রহীম, হাবিবুর রহমান, আবুল কালাম আজাদসহ বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দরা।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম.এ হাকিম চৌধুরীর সাথে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং মুক্তিযোদ্ধা সাংবাদিক এম.এ হাকিম চৌধুরী।