শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

বান্দরবানে প্রধানমন্ত্রী’র জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসুচী পালিত

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পণ ও দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল এবং শহীদ মিনারে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পণ করেন। পরে জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন গুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পণ করেন।

এরপর জেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে শহীদ মিনারে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় জেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে জেলায় দিনব্যাপী বিভিন কর্মসুচীর আয়োজন করা হয়। বিকাল ৩টায় জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে আনন্দ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com