বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
বশির আহমেদ, বন্দরবান জেলার প্রতিনিধি:: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবানে প্রথম শ্রেণীর ঐতিহ্যবাহী পৌরসভার ৪২ বছর পুর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মার্চ) পৌরসভার সামনে বেলুন উড়িয়ে ৪২ বছর পুর্তির আনুষ্ঠিক উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক এস, এম, মনজুরুল হক, উপপরিচালক (ভা:প্রা:), স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবান।
পরে পৌরসভার সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দর্যালী বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা হয়ে প্রশাসকের প্রাঙ্গনে এসে শেষ হয়।
বান্দরবান পৌরসভার উদ্যোগে প্রথমবারের প্রতিষ্ঠাবার্ষিকী (বান্দরবান পৌরসভা দিবস) উদযাপন উপলক্ষ্যে খতমে কোরআন, বেলুন উড়ানো, বর্ণাঢ্য র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বান্দরবানের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে এই দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র পৌরসভার সম্মানিত প্রশাসক জনাব এস, এম, মনজুরুল হক, উপপরিচালক (ভা:প্রা:), স্থানীয় সরকার, বান্দরবান।
পার্বত্য জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ-সভাপতিত্বে আলোচনা অতিথি হিসেবে- বিএনপির যুগ্ম আহবায়ক-দৈনিক মৈত্রী প্রকাশক (অধ্যাপক) ওসমান গনি, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা ব্যবসায়ী সমিতির- সভাপতি, সাধারন সম্পাদক কাউন্সিলর বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন পৌরসভার সচিব, পৌর কর্মকর্তা ও কর্মচারীগন।